শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কারাগারে এসপিসি ওয়ার্ল্ড দম্পতি

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: রাজধানীর কলাবাগান থানায় মানিলন্ডারিং আইনের মামলায় আটক কথিত ই-কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আমিন ও তার স্ত্রী শারমিন আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ দম্পতিকে  হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই (নি.) সোহানূর রহমান।

এসময় আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।

 

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রোববার (৩ অক্টোবর) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে আল-আমিন ও শারমিনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট কলাবাগান থানায় এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেন সিআইডির এসআই (নি.) নাফিজুর রহমান।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ অক্টোবর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ