শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিজস্ব অ্যাপ থেকে বিজ্ঞাপন সরানো শুরু করেছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বছরের পর বছর ধরে স্যামসাং স্টক ইউআই অ্যাপে বিজ্ঞাপন প্রদর্শন করে আসছে। আর সেজন্য প্রায়ই সমালোচনার মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি। গত আগস্টে নিজেদের অ্যাপ থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার ঘোষণা দেয় কোম্পানিটি। এক মাস যেতে না যেতেই সেটি বাস্তবায়নও শুরু করেছে স্যামসাং। খবর জিএসএম এরিনা।

 

খবরে বলা হয়, স্যামসাং হেলথ এবং স্যামসাং পে অ্যাপস থেকে ইতিমধ্যেই বিজ্ঞাপন সরানো শুরু হয়েছে। কোম্পানিটির কমিউনিটি ফোরামে বিষয়টির সত্যতা জানিয়েছেন স্যামসাংয়ের স্বাস্থ্য ব্যবস্থাপক।

 

কমিউনিটি ফোরামে প্রকাশিত স্ক্রিণশটে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা এখন স্যামসাং পে এবং স্যামসাং হেলথ অ্যাপ সম্পূর্ণ বিজ্ঞাপনবিহীনভাবে ব্যবহার করতে পারছেন। ‘ওয়েদার চ্যানেল অ্যাপ ফর স্যামসাং বাই আইবিএম’ অ্যাপ থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে।

ব্যবহারকারীরা বলছেন, বিজ্ঞাপন সরিয়ে ফেলার কারণে অ্যাপের লোডিং সময় কমে গেছে এবং দ্রুতই পেমেন্ট করা যাচ্ছে। শিগগিরই আরও কিছু স্টক ইউআই অ্যাপ থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৪ অক্টোবর ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ