শনিবার, এপ্রিল ২০ ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোবাইলে বন্ধ হচ্ছে ড. মারিও ওয়ার্ল্ড

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: নিনটেন্ডো তাদের মারিও কার্ট এবং পোকেমন ফ্রাঞ্চাইজির মোবাইল সংস্করণকে সফল রূপ দিতে পারলেও আরেকটি জনপ্রিয় গেমের মোবাইল সংস্করণ ততোটা সাড়া ফেলতে পারেনি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর নিনটেন্ডোর অন্যতম সফল গেম ড. মারিও এর মোবাইল সংস্করণ বন্ধ হচ্ছে। খবর এনগ্যাজেট।

 

গেমটি বন্ধের লক্ষে আগামীকাল থেকেই অধিক সময়, পিল এবং পাওয়ার-আপ কেনার জন্য প্রয়োজনীয় ‘ডায়মন্ড’ বিক্রিও বন্ধ করছে নিনটেন্ডো।

 

জাপানের জনপ্রিয় মোবাইল মেসেজিং অ্যাপ লাইনের সাথে যৌথভাবে গেমটি তৈরি করে নিনটেন্ডো। মাত্র দুই বছর আগে ২০১৯ সালের ১০ জুলাই গেমটি উন্মোচন করা হয়।

 

গেমটির সেবা বন্ধ হয়ে যাওয়ার পর খেলোয়াড়রা যাতে ইতিহাস দেখতে ও স্মৃতিচারণ করতে পারে সেজন্য ‘ড. মারিও ওয়াল্ড মেমরিজ’ নামেম একটি ওয়েব পেইজ খোলার পরিকল্পনার কথা জানিয়েছে নিনটেন্ডো। এছাড়া অফিশিয়াল ওয়েবসাইটে গেমটি চালুর পর থেকে ধারাবাহিক সহায়তার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে কোম্পানিটি।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৯  জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ