শনিবার, এপ্রিল ২০ ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাজাকিস্তানে বন্ধ হলো লিংকডইন

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: মাইক্রোসফটের মালিকানাধীন প্রফেশনাল প্ল্যাটফর্ম লিংকডইনকে ব্লক করেছে কাজাকিস্তান। অনলাইন ক্যাসিনো বিজ্ঞাপন ও ভুয়া অ্যাকাউন্ট থাকার অভিযোগে মধ্য এশিয়ার এই দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স।

 

এক বিবৃতিতে দেশটির তথ্য ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ইতোপূর্বে বেশকিছু প্রশ্নবিদ্ধ কনটেন্ট ও অ্যাকাউন্ট সরানোর অনুরোধ করা হয়েছিলো লিংকডইনকে, তবে সেটি না করায় ব্লক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমটি অভিযোগগুলো নিষ্পত্তি করে তাহলে পুনরায় কাজাকিস্তানে লিংকডইন চালু করা হবে।

 

কাজাকিস্তানে অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন প্রকাশ নিষিদ্ধ। এ বিষয়ে লিংকডইন জানিয়েছে, সরকার যে অভিযোগ তুলেছে সেটি বিবেচনা করা হচ্ছে। জুয়া সম্পর্কিত বিজ্ঞাপন ও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে আমাদের কঠোর নীতিমালা রয়েছে। আমরা বিষয়টির তদন্ত করছি।ইউক্রেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লিংক-প্রোমোর তথ্যমতে, বর্তমানে কাজাকিস্তানে সাত লাখ ২০ হাজার লিংকডইন ব্যবহারকারী রয়েছে। উল্লেখ্য, কাজাকিস্তানের পাশ্ববর্তী দেশ রাশিয়াতে ২০১৬ সাল থেকেই লিংকডইন বন্ধ রয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮  জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ