শুক্রবার, এপ্রিল ২৬ ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লেনদেনে ডিজিটাল কারেন্সি চালু করছে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: টেসলা, টুইটার এবং অ্যাপলের পর বিটকয়েনে বিনিময় মূল্য গ্রহণে ঝুঁকছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত অ্যামাজন। এরই অংশ হিসেবে নিজেদের ‘পেমেন্টস টিম’-এর জন্য ডিজিটাল কারেন্সি ও ব্লকচেইন পণ্য প্রধান নিয়োগ দিচ্ছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।

 

এই নিয়োগ বার্তা থেকেই ধারণা করা হচ্ছে, আগামীতে ক্রেতাদের কাছ থেকে পণ্যের মূল্য হিসেব বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে অ্যামাজন । কেননা, ওই নিয়োগবার্তায় অ্যামাজনের ডিজিটাল কারেন্সি এবং ব্লকচেইন কৌশল ও পণ্য রোডম্যাপ তৈরির জন্য একজন অভিজ্ঞতাসম্পন্ন পণ্য প্রধানের খোঁজ করা হয়েছে।

 

নিয়োগবার্তায় প্রার্থীর উদ্দেশ্যে ব্লকচেইন, ডিস্ট্রিবিউটেড লেজার, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সিতে ডোমেইন দক্ষতা কাজে লাগানোকে গুরুত্ব দিয়েছে অ্যামাজন।

 

অ্যামাজন মুখপাত্রের বরাত দিয়ে ক্রিপ্টোকারেন্সির দুনিয়ার নতুন নতুন উদ্ভাবনায় অনুপ্রাণিত হয়ে অল্পদিনের মধ্যে তারা বিটকয়েনের মতো লেনদেন সেবা চালু করতে পারে বলে খবর দিয়েছে দ্য স্টেটম্যান।

 

এদিকে অ্যামাজনের এক মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, তারা “ক্রিপ্টোকারেন্সি খাতে নতুনত্ব আসতে থাকার বিষয়ে অনুপ্রাণিত হয়েছেন এবং অ্যামাজনে এটি হলে কেমন হবে তা বোঝার চেষ্টা করছেন।” যদিও ইতোমধ্যেই ব্লকচেইন ব্যবস্থাপনা সেবা দিচ্ছে অ্যামাজনের ক্লাউড সেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৭ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ