বুধবার, এপ্রিল ২৪ ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ক্লাউড উইন্ডোজ আনছে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: এবার ক্লাউড উইন্ডোজ অবমুক্ত করার ঘোষণা দিলো মাইক্রোসফট। আগামী ২ আগস্ট অবমুক্ত করা হবে উইন্ডোজ৩৬৫ এর ক্লাউড সংস্করণটি। ব্যবহার করা যাবে কম্পিউটারে আগের উইন্ডোজ রানিং থাকা অবস্থায়। মাইক্রোসফট’র ভাষায় এটাকে ক্লাউড পিসিও বলা যেতে পারে। এটি তৈরি করা হয়েছে, মাইক্রোসফট আজুর ভার্চুয়াল সার্ভিসের ওপর ভিত্তি করে।

 

সহজে ব্যবহারযোগ্য ভার্চুয়াল এই মেশিনটি ম্যাক, আইপ্যাড, লিনাক্স অথবা অ্যান্ড্রয়েড ট্যাবলেটেও ব্যবহার করা যাবে।ভার্চুয়াল এই উইন্ডোজ চালানোর জন্য Windows365.com ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর কোনও একটি ভার্চুয়াল মেশিন কনফিগার করতে হবে। এর পরেই চালানো যাবে সেই উইন্ডোজ।

 

উইন্ডোজ৩৬৫ এর প্রোগ্রাম ম্যানেজমেন্টের পরিচালক স্কট ম্যানচেস্টার জানিয়েছেন, এই সিস্টেমে আট প্রকার ভার্চুয়াল সিপিইউ থাকবে। এর র‌্যাম হবে ১৬ জিবি আর স্টোরেজ থাকবে ৫১২ জিবি। এছাড়া আগ্রহী ব্যবহারকারীদের জন্য থাকবে ডেডিকেটেড জিপিইউ পাওয়ার। তবে এর মূল্য কত হবে তা এখনও জানানো হয়নি।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৬ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ