বুধবার, এপ্রিল ২৪ ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান টেলিকম মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার রাতে রোটারি ক্লাব অব আনন্দধারা,ঢাকার সপ্তম চাটার্ড দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রোটারিয়ানদের প্রতি এ আহ্বান জানান মন্ত্রী।

 

এসময় রোটারিয়ান তারেক বোখারির সভাপতিত্বে অনষ্ঠানে রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি, টিআইএম নুরুল কবির, সাকিনা রহমান, এফএম আলমগীর, রুবায়েত হোসেন এবং ফরিদ আলম নিউটন সংযুক্ত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন মোস্তাফা জব্বার।

 

কোভিডে নতুন পরিবর্তীত বিশ্ব পরিস্থিতিতে আর্তমানবতার সেবার পাশাপাশি ডিজিটাল দক্ষতা উন্নয়নে রোটারিয়ানদের নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কৃত্রিমবুদ্ধিমত্তা, রোবটিক্স ও আইওটিসহ আগামীদিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই। আর ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে আগামী সভ্যতার উন্নয়নের বাহন।

 

অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করেও এরই ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনি ২০৭১ এবং ২১০০ সালের বাংলাদেশ কী হবে সেই ভিশন নিয়েও এগুচ্ছেন। ভবিষ্যত প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে না পারলে তা বাস্তবায়ন করা যাবে না।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৬ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ