বুধবার, এপ্রিল ২৪ ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টিকটক ভিডিওতে থার্ড-পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: এখন থেকে টিকটক ক্রিয়েটরদের অন্তত নির্দিষ্ট কিছু কনটেন্টের জন্য ‘লিংক ইন বায়ো’ যুক্ত করার প্রয়োজন হবে না। জাম্প নামে নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে শর্ট ভিডিও সেবাটি, যার মাধ্যমে নির্মাতারা তাদের ভিডিওতে থার্ড-পার্টি মিনি অ্যাপ ইন্টিগ্রেশন করতে পারবেন। খবর এনগ্যাজেট।

 

নতুন এই ফিচারের ফলে একটি রান্নার ভিডিওতে রেসিপি শেয়ারিং অ্যাপ হুইস্কের মাধ্যমে উপকরণের তালিকা যুক্ত করা যাবে। চাইলে কুইজলেটের মাধ্যমে কুইজ যুক্ত করা কিংবা ব্রেথওয়ার্কের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যুক্ত করা যাবে।এর আগেই টিকটক ফিচারটির বেটা টেস্টিং সম্পন্ন করেছে। এখন থেকে সকল ব্যবহারকারীই জাম্প ফিচারটি উপভোগ করতে পারবেন।

 

ইতিমধ্যেই জাম্পের সাথে কাজ করতে যুক্ত হয়েছে উপরে উল্লেখিত হুইস্ক, ব্রেথওয়ার্ক, কুইজলেটসহ উইকিপিডিয়া, স্ট্যাটমাউস এবং টেবলগ। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই তালিকায় যুক্ত হবে বাজফিড, জাম্পরোপ, আইআরএল এবং ওয়াচা।টিকটকের জাম্প মূলত স্ন্যাপচ্যাটের মিনিসের প্রতিদ্বন্দ্বি ফিচার। মিনিস ফিচারটি মূলত মিনি অ্যাপস যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাটম থেকে মুভি টিকিট কেনা, হেডস্পেসের মাধ্যমে যোগব্যায়াম ইত্যাদি সুবিধা দিয়ে থাকে। চীনের জনপ্রিয় মেসেজিং সেবা উইচ্যাটেরও নিজস্ব মিনি অ্যাপস রয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ