শুক্রবার, এপ্রিল ১৯ ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শাবিপ্রবিতে কর্মরত ৬৪টি পরিবার পেল বিনামূল্যে ইন্টারনেট

সাইবারবার্তা ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে বসবাসরত কর্মচারীদের বাসায় বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৬৪টি পরিবার এ সুবিধা পেয়েছে। কর্মচারীদের সন্তানদের শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

 

সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

 

এসময় তিনি জানান, শাবিপ্রবি দেশের সেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রীর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসস্থল ইন্টারনেট সংযোগের আওতায় এলো।

 

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আশরাফুল আলম, কম্পিউটার ইনফরমেশন সেন্টারের (সিআইসি) পরিচালক প্রফেসর মাসুম এবং রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ