বৃহস্পতিবার, মার্চ ২৮ ২০২৪ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

ভিডিও-ভিত্তিক ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

সাইবারবার্তা ডেস্ক: সরাসরি মেসেজিংয়ের পরিবর্তে ছোট ভিডিওয়ের মাধ্যমে ডেটিং করার নতুন একটি অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেসবুক।

 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, স্পার্কড নামে এই অ্যাপ্লিকেশন থেকে চার মিনিটের ভিডিও করা যাবে।

 

ফেসবুক জানিয়েছে, বাজারে অন্য যে ডেটিং অ্যাপ আছে তাদের থেকে এটি সম্পূর্ণ আলাদা হবে। এখানে কোনো পাবলিক প্রোফাইল থাকবে না।

 

ফেসবুকের এই আইডিয়া অনেকটা রিয়েল-ওয়ার্ল্ড ডেটিং ইভেন্টের মতো। যেখানে কোনো সিঙ্গেল ব্যক্তি ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার আশায় সরাসরি হাজির হন।

 

পাবলিক প্রোফাইল না থাকায় নিবন্ধনের সময় ব্যবহারকারীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান তা উল্লেখ করতে হবে।

 

কারো সঙ্গে ডেটের শিডিউল পেলে পরবর্তীতে ১০ মিনিটের ভিডিও তৈরি করা যাবে।

 

ভার্জ লিখেছে, স্পার্কড অ্যাপটি যুক্তরাষ্ট্রে ৪৭ জন মানুষকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

 

সৌজন্যেঃ টেকজুম ডটটিভি

 

(সাইবারবার্তা.কম/আরআই/আইআই ১৯ এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ