বৃহস্পতিবার, মার্চ ২৮ ২০২৪ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

ইনস্টাগ্রামের আরও অজানা তথ্য

সাইবারবার্তা ডেস্ক: ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের। ব্যবহারকারীদের সুবিধার খাতিরে নতুন নতুন ফিচারও যোগ করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এই ইনস্টাগ্রামে ইউজারদের চোখের সামনেই থাকে বেশকিছু ফিচার, যার কার্যকারিতা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। একনজরে দেখে নেওয়া যাক এই তালিকায় কী কী ফিচার রয়েছে। যারা জানেন না, তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে এসব ফিচার কাজে লাগবে।

 

আতস কাচের চিহ্ন

মোবাইল ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ খুললেই নিচের অংশে দেখা যায় একটি আতস কাচের চিহ্ন, যার অর্থ ওই জায়গায় ক্লিক করলে সার্চের অপশন পাবেন। এই চিহ্ন একটু বেশি সময় ট্যাপ করে রাখলে সরাসরি সার্চবার খুলে যাবে। সেই সঙ্গে লাস্ট সার্চের পাশাপাশি ‘টপ সার্চ’ (আপনার সার্চিং অনুযায়ী) দেখতে পাওয়া যায়।

সুইচ করার শর্টকাট

ব্যবহারকারীদের অনেকের ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করার জন্যও শর্টকাট রয়েছে। প্রোফাইল ট্যাবের ওপর দুবার ট্যাপ করলেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করা যায়। কয়েক দিন আগেই এই ফিচার যুক্ত হয়েছে ইনস্টাগ্রামে।

 

প্রথম পোস্টে ফেরা

ইনস্টাগ্রাম ফিড স্ক্রল করার সময় হঠাৎ একদম প্রথম পোস্টে ফিরতে চাইলেন। তাহলে ‘হোম’ আইকনে ক্লিক করলেই সরাসরি আপনি প্রথমে পৌঁছে যাবেন। ব্যাক স্ক্রল করে পিছিয়ে যাওয়ার দরকার নেই।

 

ভিডিও না খুলেও দেখা

ইনস্টাগ্রাম ফিডে হামেশাই ছবির সঙ্গে ভিডিও আসতে থাকতে। যদি আপনি কোনও ভিডিও না খুলে দেখতে চান, তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। ভিডিওর থামনিলে ইমেজ অর্থাৎ ভিডিও না চলা অবস্থায় যে ছবি আসছে তার ওপর প্রেস করে হোল্ড করে রাখুন। এমনটা করলে ভিডিও না খুলেও আপনি দেখতে পাবেন।

 

সৌজন্যেঃ সময় নিউজ

 

সাইবারবার্তা.কম/আরআই/ আইআই  ১৩এপ্রিল,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ