বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২১শে রজব, ১৪৪৬ হিজরি

গুগল মিটের আনলিমিটেড ফ্রি কল থাকছে জুন পর্যন্ত

রিফাত আহমেদ, সাইবারবার্তা: ২০২০ সালের সেপ্টেম্বরে এবং পরবর্তীকালে ২০২১ সালের মার্চে গুগল মিটের ফ্রি প্ল্যানে আনলিমিটেড কল সেবা বন্ধ করার কথা থাকলেও ব্যবহারকারীদের কথা চিন্তা করে আরো তিন মাস এ সেবা চালিয়ে যাওয়ার কথা গুগল ওয়ার্কস্পেস তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে নিশ্চিত করেছে।

 

করোনাকালীন লকডাউনে যখন বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছিলো ঠিক তখনই জুম ও গুগল মিটের মতো ভার্চুয়াল মিটিং ও কমিউনিকেশন সেবাদানকারী এপ্লিকেশনগুলো হয়ে উঠছিল জনপ্রিয়। শুধু কর্পোরেটের কাজের জন্যই নয়, স্কুল-কলেজ, সভা-সেমিনার থেকে শুরু করে ব্যাক্তিগত কুশলাদি বিনিময়ের জন্যও ব্যবহৃত হচ্ছিল এই অ্যাপগুলো।
প্রথমদিকে এই অ্যাপগুলোর মধ্যে অনেকেই ফ্রি আনলিমিটেড সেবা দিয়ে থাকলেও পরবর্তীতে সার্ভার, মানোন্নোয়ন ও ব্যবহারকারী কোম্পানীগুলোর প্রয়োজনীয়তা মেটাতে অ্যাপগুলো ধীরে ধীরে পেইড প্ল্যান নিয়ে আসে বাজারে।

 

গুগল মিটও এর ব্যতিক্রম নয়। প্রথমদিকে গুগল মিট ১০০ জন পার্টিসিপেটর নিয়ে একটানা ২৪ ঘন্টা ভিডিও কল বা কনফারেন্স কলের সুযোগ দিয়ে আসছিল যা তাদের ফ্রি আনলিমিটেড প্ল্যান নামে পরিচিত ছিল। কিন্তু গত বছর সেপ্টেম্বরে তাদের ফ্রি প্ল্যানে এই আনলিমিটেড কল সেবা বন্ধ করে মাত্র ৬০ মিনিট (১ ঘন্টা) কল সেবা রাখার ঘোষণা দেয় গুগল। পরবর্তীকালে তা পিছিয়ে আনলিমিটেড কল ফিচারটি ২০২১ এর মার্চ মাস পর্যন্ত চালু রাখার ঘোষণা দিলেও এই আনলিমিটেড কল সেবা বাড়ানো হয়েছে আরো এক দফা, জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।

 

এরপর যদি পুনরায় আনলিমিটেড কল ফিচার ফ্রি প্ল্যানের জন্য বর্ধিত না করা হয় তাহলে চলতি বছর জুলাই মাস থেকেই ব্যবহারকারীরা মাত্র ১ ঘন্টা কল করার সুযোগ পাবে গুগল মিট প্ল্যাটফর্মে। কিন্তু যেসব কোম্পানি আগের সেই আনলিমিটেড (২৪ ঘন্টা) কলের সেবা পেতে চায়, তাদের জন্য রয়েছে গুগল ওয়ার্কস্পেসের পেইড প্ল্যান যা মাসিক ৮ ডলার থেকে শুরু। এই মাসিক ৮ ডলারের বিনিময়ে পাওয়া যাবে আনলিমিটেড কলের সেবা এবং প্রত্যেকটি মিটিংয়ে পার্টিসিপেটর লিমিট ১০০ থেকে বেড়ে হবে ১৫০ জন।

 

(সাইবারবার্তা.কম/জেডআই/৩১মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ