বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে ভিসার হাত ধরে

রিফাত আহমেদ, সাইবারবার্তা:  সূচনার প্রায় এক দশক পর ও ইন্টারনেটে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করা সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সি যখন মেইনস্ট্রিম অর্থনীতিতে জায়গা করে নিতে পারছিলো না ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে বড় পেমেন্ট নেটওয়ার্ক ভিসা (VISA) চমকে দিল বিশ্বকে। সোমবার (২৯ মার্চ) রয়টার্স ও সিনেটের করা প্রতিবেদনে অনুযায়ী ক্রিপ্টোকারেন্সিকে ফিনটেক বা ফিনান্সিয়াল টেকনোলজি মার্কেটে জায়গা করে দেয়ার জন্য ক্রিপ্টো ডট কমের (Crypto.com) সঙ্গে চুক্তিতে ভিসা বাজারে আনছে ক্রিপ্টো ভিসা কার্ড।

ভিসা ডেবিট, ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম থেকে শুরু করে সব ধরণের ভিসা নেটওয়ার্কের কার্ড ইস্যু করবে ক্রিপ্টো ডট কম এবং এ সকল কার্ডের পেমেন্ট হবে ইউএসডি কয়েন নামক স্টেবলকয়েনের মাধ্যমে।

 

স্টেবলকয়েনকে বলা হয় যেকোনো দেশের মুদ্রার সমকক্ষ ক্রিপ্টোকারেন্সি এবং এই ইউএসডি কয়েন (USD Coin) বা ইউএসডিসি (USDC) হলো মার্কিন ডলারের আদলে গড়ে ওঠা একটি ক্রিপ্টো স্টেবলকয়েন। ভিসার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জ্যাক ফরেস্টেল সোমবার নিশ্চিত করেছেন ভিসা নেটওয়ার্কে স্টেবলকয়েন ইউএসডিসি নামক ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। তার মতে, ক্রিপ্টো-ন্যাটিভ কোম্পানিগুলো পেমেন্ট পার্টনার হিসেবে এমন কোম্পানিকে চায় যারা তাদের ব্যাবসাকে ও ক্রিপ্টোকারেন্সির জটিলতা বুঝতে সক্ষম। এমন একটি সুযোগই করে দিতে পেরেছে ভিসা এবং তাদের এই প্রোগ্রামের মাধ্যমে মেইনস্ট্রিম ফিনটেকে প্রবেশ করতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেটা নিঃসন্দেহে একটি মাইলফলক।

 

বিশ্লেষকদের মতে এই প্রোগ্রামের সবচেয়ে বড় অর্জন হলো ভিসা নেটওয়ার্কের এই কার্ড দিয়ে পেমেন্ট করার পর ক্রিপ্টোকারেন্সিকে কোনো প্রচলিত কারেন্সিতে রুপান্তর করার প্রয়োজন হবে না, যা কয়েকাংশে কমিয়ে আনবে পেমেন্ট প্রসেসিং সম্পর্কিত জটিলতা। এতে কমবে পেমেন্ট প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় সময়, সহজ হবে সম্পূর্ণ প্রক্রিয়া এবং কমে যাবে খরচ।

এরকম একটি সুযোগের অপেক্ষাতেই ছিল ক্রিপ্টো-কোম্পানিগুলো এবং এজন্যই বিশেষজ্ঞরা আশাবাদী ভিসা ও ক্রিপ্টো ডট কমের এই পার্টনারশিপ প্রোগ্রাম নিয়ে।

 

লেখক: শিক্ষার্থী, গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

(সাইবারবার্তা.কম/এমআর/জেডআই/৩০মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ