বৃহস্পতিবার, জানুয়ারি ৯ ২০২৫ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৮ই রজব, ১৪৪৬ হিজরি

২০২৪ সালের উল্লেখযোগ্য সাইবার দুর্ঘটনা, যেমন হতে পারে ২০২৫

আগের যেকোনো সময়ের তুলনায় ২০২৪ সালে বিশ্বে বেশি সাইবার দুর্বৃত্তদের হামলা হয়েছে। সাইবার আক্রমণ নিয়ে ২০২৫ সাল আরো বড় জটিলতার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। র‍্যানসমওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্ক্যাম ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের ব্যর্থতার মতো সমস্যাগুলো অনেক তীব্র হয়ে উঠেছে।

অলাভজনক সংস্থা প্রহারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসেই বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি সাইবার আক্রমণ নথিভুক্ত করা হয়েছে।

২০২৪ সালের উল্লেখযোগ্য সাইবার ঘটনা: জানুয়ারিতে মাইক্রোসফট থেকে দাবি করা হয়, মিডনাইট ব্লিজার্ড (নোবেলিয়াম) নামে একটি হ্যাকিং গ্রুপ বেশকিছু সংবেদনশীল তথ্য ফাঁস করে। তারা মাইক্রোসফট টিমসের মতো টুল ব্যবহার করে মানুষকে লগইন তথ্য প্রকাশ করতে প্রতারণা করেছিল। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা চেঞ্জ হেলথকেয়ার র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়।

মার্চে ভারতীয় সরকারি সংস্থা ও জ্বালানি সেক্টরকে লক্ষ্য করে করা একটি সাইবার-গুপ্তচরবৃত্তি অভিযান উদ্ঘাটনের দাবি করে ডাচ সাইবার সিকিউরিটি কোম্পানি ইকলেকটিকআইকিউ। তারা জানায়, আক্রমণকারীরা ‘হ্যাকব্রাউজারডাটা’-এর পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে ব্রাউজারের লগইন তথ্য, কুকিজ ও ব্রাউজিং ইতিহাস চুরি করেছিল। এপ্রিলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ রাশিয়ার ইউনাইটেড রাশিয়া পার্টির বিরুদ্ধে তাদের ভিক্টরি ডিক্টেশন ইভেন্টের সময় ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস) আক্রমণ চালায় বলে অভিযোগ ওঠে।

মে মাসে কিছু হ্যাকার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে একটি তৃতীয় পক্ষের ঠিকাদারকে লক্ষ্যবস্তু করে। এতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নাম ও ব্যাংক তথ্যসহ সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যায়। এ ঘটনায় চীনের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিকভাবে দেশটির নাম উল্লেখ করেনি যুক্তরাজ্য। জুলাইয়ে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের একটি ত্রুটিপূর্ণ আপডেটের কারণে বিশ্বব্যাপী মাইক্রোসফট উইন্ডোজের অনেক কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ বিভ্রাটের কারণে বিমান সংস্থা ও হাসপাতালগুলো বিপর্যস্ত হয় এবং ৮৫ লাখ ডিভাইস প্রভাবিত হয়। ফরচুন ৫০০ কোম্পানি ক্ষতি হয় ৫৪০ কোটি ডলার। ডিসেম্বরের শেষে জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইনস জাপান এয়ারলাইনস (জেএএল) একটি ব্যাপক সাইবার আক্রমণের শিকার হয়। আক্রমণটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় সেবাকেই ক্ষতিগ্রস্ত করে।

সাইবার সিকিউরিটিবিষয়ক গবেষণার তথ্য বলছে, ২০২৪ সালের ১ থেকে ২৮ নভেম্বরের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ও খাতে মোট দুই হাজার ৮৩৯টি সাইবার আক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়। এ সময় ডিডস আক্রমণ ছিল শীর্ষে, যার সংখ্যা ছিল ৯৬৮। এগুলো বেশ বড় আকারের জটিলতা সৃষ্টি করেছিল। এছাড়া ৬২৪টি তথ্য ফাঁসের ঘটনা ও ৫৫৫টি র‍্যানসমওয়্যার আক্রমণ ঘটে এ সময়। — সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

(সাইবারবার্তা.কম/০৭জানুয়ারি’২৫/১৯৫০) 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন