বুধবার, সেপ্টেম্বর ১১ ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২০২৩ সালের আগে এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন চালু হচ্ছে না ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রামে

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন সুবিধা ২০২৩ সালের আগে চালু হচ্ছে না। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের আগে হয়ত ২০২২ সালের মধ্যে এ সুবিধা পাওয়া যেতে পারে। তবে এ সুবিধা খুবই ক্ষীণ।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে যদিও এ সুবিধা চালু করা হয়েছে।
ফেসবুক তার নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার কারণে এমন দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে মানুষের তথ্যকে নিরাপদে রাখতে এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মেটার (ফেসবুক) একজন কর্মকর্তা। এ বিষয়ে গতকাল সোমবার টেলিগ্রামে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেসবুক ভয়েজ এবং ভিডিও কলে এন্ড-টু-এন্ড সুবিধা যুক্ত করবে। এছাড়া ফেসবুক ম্যাসেঞ্জারেও যুক্ত করা হবে।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, ২০১৯ সালে এই এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের ঘোষণা দেন। তখন তিনি বলেন, গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৩ নভেম্বর  ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ