নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: “সবার জন্য পক্ষপাতহীন সামাজিক নেটওয়ার্ক” হিসেবে টুইটারের আদলে নতুন সামাজিক মাধ্যম সাইট প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। নতুন এই সামাজিক মাধ্যমটির নাম রাখা হয়েছে ‘গেটার’।
তবে অবমুক্তির পরপরই কিছু সময়ের জন্য হ্যাকিংয়ের শিকার হয়েছিল সাইটটি। গেটারের বেশ কিছু প্রোফাইল ছবি বদলে দিয়ে জনৈক হ্যাকার সেখানে লিখে গেছেন, “জুবাবাগদাদ এখানে এসেছিল, আমাকে টুইটারে অনুসরণ করুন।”
হ্যাকারের বিষয়ে মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, “সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই সমাধান করা হয়েছে, এবং অনুপ্রবেশকারী শুধু কয়েকজন ব্যবহারকারীর নাম পাল্টে দিতে পেরেছেন।”
এরইমধ্যে পাঁচ লাখেরও বেশি ব্যবহারকারী পেয়েছে গেটার। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাইটে নাম নিবন্ধন করলেও এখনো নিজের অ্যাকাউন্ট খুলেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনলাড ট্রাম্প। নতুন এই সামাজিক মাধ্যম প্রসঙ্গে ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন গেটারে লিখেছেন, এটি “টুইটার কিলার”।
রয়টার্সের প্রতিবেদন বলছে, সাইটটি অনেকটা টুইটারের মতো। পোস্ট এবং ট্রেন্ডিং টপিকের জন্য আলাদা অংশ রয়েছে। গুগল এবং অ্যাপল অ্যাপ স্টোরে জোরেশোরেই চলছে সাইটটির প্রচারণা।
(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুলাই ২০২১)