নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: হ্যাকিংয়ের শিকার হয়েছে অ্যামাজনের লাইভ স্ট্রিমিং ই-স্পোর্টস প্ল্যাটফর্ম টুইচ। বিস্তারিত তথ্য না জানালেও বুধবার এই ঘটনার কথা স্বীকার করেছে টুইচ। খবর রয়টার্স।
একজন হ্যাকার টুইচের তথ্য হাতিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন। এই তথ্যের মধ্যে কোম্পানির সোর্সকোড, গ্রাহক ও অপ্রকাশিত গেমের ইত্যাদি তথ্য রয়েছে। জরুরী ভিত্তিতে এই পরিস্থিতি থেকে কোম্পানি ও গ্রাহদের রক্ষায় কাজ করছে টুইচ।
আপাতভাবে বাড়তি কোনো তথ্য দিতে রাজি হয়নি টুইচ। তবে শিগগিরই বিস্তাতি তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে।
হ্যাকার প্রায় ১২৫ গিগাবাইট ডেটা চুরি করে নিয়েছে। এর মধ্যে ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি আয় করা ভিডিও গেম স্ট্রিমারদের তথ্য রয়েছে। হ্যাকারের প্রধান উদ্দেশ্য ছিলো, দ্রুতই আরও তথ্য হাতিয়ে নেয়া এবং অনলাইন ভিডিও স্ট্রিমিং স্পেসে প্রতিযোগিতা করা।
উল্লেখ্য, বর্তমানে এই অনলাইন ই-স্পোর্টস প্ল্যাটফর্মে দৈনিক তিন কোটির অধিক দর্শক রয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/৭ অক্টোবর ২০২১)