নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: এনক্রিপটেড মেসেজিং সেবা সিগন্যাল হোস্টিং বিভ্রাটের কবলে পড়েছে। কিছু ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করতে পারছিলেন না। সোমবার দিনে শুরতে এই হোস্টিং বিভ্রাটের খবর প্রকাশ পায়। তবে কয়েক ঘন্টার ব্যবধানে এটির সমাধান করা হয়েছে।
সিগন্যাল জানিয়েছে, সার্ভারের কিছু অংশে সমস্যার কারণে এই ভোগান্তিতে পড়েছিলেন গ্রাহকরা। তবে টেকক্রাঞ্চ জানিয়েছে, বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক গ্রাহক ভোগান্তিতে পড়েছিলেন। তারা কোনোভাবেই মেসেজ আদান-প্রদান করতে পারছিলেন না।
নিজস্ব টুইটার অ্যাকাউন্টে সর্বশেষ টুইটে সিগন্যাল জানিয়েছে, ৯৯ শতাংশ গ্রাহক এখন সিগন্যাল স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন।
চলতি বছরের জানুয়ারিতে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি আপডেটের ফলে অনেকেই সেবাটি ছেড়ে অন্য মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হন। এরই ধারাবাহিকতায় সিগন্যাল ব্যবহারকারীর সংখ্যা হটাৎ করেই বেড়ে যায়। ইতিমধ্যে সিগন্যাল অ্যাপের ডাউনলোড সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে।
(সাইবারবার্তা.কম/আইআই/২৮ সেপ্টেম্বর ২০২১)