সাইবারবার্তা ডেস্ক: সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের কর্মীরা করোনার কারণে এখনও ঘরে বসে কাজ করছেন। তবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অফিসগুলো খুলে দিচ্ছে প্রতিষ্ঠানটি। যেন স্বাভাবিক ছন্দে ফিরছে ফেসবুক।
ফেসবুক জানিয়েছে, মে মাস থেকে তারা কর্মীদের অফিসে ফিরিয়ে আনার কথা ভাবছে। তবে শুরুতে কর্মীর সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশ রাখা হবে। আর চলতি বছরের সেপ্টেম্বরের আগে অর্ধেক কর্মীকে অফিসে ফিরতে বলবে না তারা।
করোনাভাইরাসের প্রকোপ যখন হুড়মুড় করে বাড়ছিল, তখনই কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা দেয় ফেসবুক। তখন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, আগামী ৫–১০ বছর ফেসবুকের প্রায় অর্ধেক কর্মী এভাবেই ঘর থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। সৌজন্যে:ডেইলি বাংলাদেশ
সাইবারবার্তা ডট কম/এনটি/জেডআই/২৯ মার্চ ২০২১