বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

সুযোগের সমতা সৃষ্টি করবে ‘ইম্পোরিয়া’

সাইবারবার্তা ডেস্ক: বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ইম্পোরিয়া সফটওয়্যার তৈরি করেছে আইসিটি বিভাগ। রবিবার সকালে অনলাইনে সংযুক্ত হয়ে এই প্লাটফর্মটি উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সফটওয়্যারটি দৃষ্টি-বাক-শ্রবণ প্রতিবন্ধী চাকরি প্রার্থী এবং চাকরি দাতাদের মধ্যে সেতুবন্ধন রচনার পাশাপাশি সুযোগের সমতা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, এই প্লটফর্মের মাধ্যমে প্রতিবন্ধীদের হয়রানি এবং অর্থ ও সময়ের অপচয় কমবে। এর মাধ্যমে তারা প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ভিডিও কনফারেন্সে চাকরির সাক্ষাৎকার দিতে পারবেন। এর মাধ্যমে তারা প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ভিডিও কনফারেন্সে চাকরির সাক্ষাৎকার দিতে পারবেন। থাকছে মেন্টরিং সুবিধাও। এই ওয়েবে রয়েছে ৩৫০টি অডিও ভিজ্যুয়াল কন্টেন্ট, ৮টি মডিউলে ৬০টি অডিও কন্টেন্ট। আছে সনদ গ্রহণের সুযোগ।

প্রযুক্তির শক্তিতে প্রতিবন্ধীদের ক্ষমতায়নে প্রতিটি জেলায় অন্তত ১০ জন প্রতিবন্ধীকে দেশের ৭টি অঞ্চল থেকে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এবার এই কাজকে আরো ফলপ্রসু করতে তাদের হাতে মুবিবর্ষে একটি করে ল্যাপটপ তুলে দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

পলক জানান, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকেরা যেন একই ক্লাসরুমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবন্ধীদেরকেও শিক্ষাদান করতে পারেন সেজন্য প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিউটের (পিটিআই) সঙ্গে আগামী ৩ এপ্রিল একটি চুক্তি করতে যাচ্ছে আইসিটি বিভাগ।

প্রত্যেককেই বিবেক প্রতিবন্ধী না হয়ে প্রযুক্তির শক্তিতে সকলের জন্য সুযোগের সমতায় প্রত্যেককে আন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইম্পোরিয়া সফটওয়্যারের বিস্তারিত তুলে ধরেন এর টেকনোলজি সার্পোর্টে থাকা প্রতিষ্ঠান জেনারেল টু এর কর্মকর্তা খন্দকার রাফি।

মো: গোলাম রব্বানির সঞ্চালনায় আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম,বিসিসি পরিচালক এনামুল কবির, সুচনা ফাউন্ডেশন-সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার নূরুল আলম, প্রকল্প পরিচালক মনিরুজ্জামান এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সংযুক্ত ছিলেন।

সৌজন্যে: ডিজিবাংলা
(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/২৮মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ