সাইবারবার্তা ডেস্ক: সিঙ্গাপুরে নির্বাচিত কিছু এটিএমে ফেইস ভেরিফিকেশন সুবিধা চালু করেছে ওসিবিসি ব্যাংক। এর মাধ্যমে এটিএম কার্ড ছাড়াই গ্রাহকরা তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন।
বর্তমানে ফেইস ভেরিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র অ্যাকাউন্ট ব্যালান্সের পরিমান জানা যাবে। পরবর্তীতে অন্যান্য ট্রানজেকশন সুবিধাও চালু করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, শহরের আটটি এটিএমে ফেসিয়াল বায়োমেট্রিক সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে ব্যাংকটির প্রধান শাখা এবং একটি স্টোরও রয়েছে। ওসিবিসি গ্রাহকরা ধারাবাহিকভাবে টাকা উত্তোলনের সুবিধাও পাবেন। তবে কোনো টাইমলাইন প্রকাশ করেনি ব্যাংকটি।
আগামীতে ক্যাশ জমা, অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, ক্যাশকার্ড টপ-আপস এবং ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যাবে এই ফেইস ভেরিফিকেশনের মাধ্যমে।
দেশটির সরকারের সিংপাস ফেইস ভেরিফিকেশন সেবার সহায়তায় সুবিধাটি চালু করা হয়েছে। সরকারি সেবাটিতে জাতীয় বায়োমেট্রিক ডাটাবেজের বিপরীতে সকলের স্ক্যানড ফেইস ভেরিফাই করা হয়। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
গ্রাহককে প্রথমে তাদের আইডি নাম্বার লিখতে হবে, এরপর স্ক্রিণের সামনে যথাযথভাবে মুখমন্ডল প্রদর্শন করতে হবে। ভেরিফাই হওয়ার পরেই গ্রাহক ট্রানজেকশন করতে পারবেন।
(সাইবারবার্তা.কম/কম/১৯মার্চ২০২১)