নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: অ্যাপল ডিভাইসের জন্য নিজেদের ক্লাউড গেমিং সেবা নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে, অ্যাপ স্টোরে কোনো অ্যাপ আনেনি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ফেসবুক গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিভেক শার্মা জানিয়েছেন, এই মুহূর্তে আইওএসে ক্লাউড গেইম স্ট্রিম করার শুধু একটিই উপায় থাকছে। আর তা হলো ওয়েব অ্যাপ।
আর এর মাধ্যমে সরাসরি সাফারি ব্রাউজারে ওয়েব অ্যাপের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের ক্লাউড গেমিং সুবিধাটি দেবে ফেসবুত। তাদের এই সেবাটি ব্যবহার করে মোবাইল ডিভাইস বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো গেম ডাউনলোড করা ছাড়াই খেলার সুযোগ পাবেন আগ্রহীরা। ওয়েব থেকেই খেলতে পারবেন- অ্যাসাসিন’স ক্রিড রিবেলিয়ন, রিস্ক: গ্লোবাল ডমিনেশন এবং লেগো লেগাসি: হিরোস আনবক্সড এর মতো গেমগুলো।
তবে আপাতত এই সুবিধা মিলছে শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডা ও মেক্সিকোর কিছু অংশে। আর যারা অবস্থানগত কারণে ক্লাউড গেম খেলার সুযোগ পাবেন না, তারা ফেসবুক ওয়েব অ্যাপ ব্যবহার করে এইচটিএমএল৫ গেম খেলতে পারবেন।
(সাইবারবার্তা.কম/আইআই/২৬ জুলাই ২০২১)