বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

সাউথইস্ট এশিয়ায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আলিবাবা

সাইবারবার্তা ডেস্ক: বহুজাতিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার ক্লাউড ইউনিট দক্ষিণপূর্ব এশিয়ার জন্য এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। আগামী তিন বছরে এই অঞ্চলে ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও ফিলিপাইনে প্রথম ডেটা সেন্টার তৈরি ও মালয়েশিয়ায় উদ্ভাবন কেন্দ্র তৈরিতে এই অর্থ খরচ হবে। খবর জেডডি নেট।

 

এক বিবৃতিতে আলিবাবা ক্লাউড জানিয়েছে, পরিকল্পনার আওতায় দক্ষিণপূর্ব এশিয়ায় এক লাখ ডেভেলপার ও এক লাখ স্টার্টআপকে ক্লাউড ও ডেটাবেজ প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। মূলত এই অঞ্চলে দক্ষ জনবল তৈরি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে এই বিনিয়োগ। কোন খাতে কী পরিমান খরচ করা হবে সেটি আলাদাভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এমনকি এই অঞ্চলের কোন মার্কেটকে লক্ষ্য করে উক্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেটিও বলা হয়নি।

 

অবকাঠামোগত দিক থেকে প্রতিদ্বন্দ্বি কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং গুগলকে টেক্কা দিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নজর দিয়েছে চীনের ইন্টারনেট জায়ান্টটি। সেই লক্ষে চলতি বছরের মধ্যে ফিলিপাইনে প্রথম ডেটা সেনটার চালুর পরিকল্পনা নিয়েছে আলিবাবা।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৯ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ