সাইবারবার্তা ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) তৈরি করা বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ধারাবাহিকভাবে অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ। দেখা গেছে ২০২১ সালের শুরুতে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫। পরবর্তীতে একই বছরে বাংলাদেশের অবস্থান ছিল ৬৬ এবং সর্বশেষ অবস্থান হয়েছে ৬৮তম।
এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল সাইবার সিকিউরিটি সূচকে ৮ ধাপ এগিয়ে যাওয়ায় বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে এনসিএসআই।
এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৯৬ দশমিক ১০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে গ্রিস। যথাক্রমে ৯২ দশমিক ২১ ও ৯০ দশমিক ৯১ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চেক রিপাবলিক ও এস্তোনিয়া।
সূচকে ৪৪ দশমিক ১৬ পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া সব দেশ থেকে এগিয়ে রয়েছে। ৫৯ দশমিক ৭৪ স্কোর পাওয়া ভারতের অবস্থান ৩৭ তম। এ অঞ্চলের মধ্যে পাকিস্তান ৪২ দশমিক ৮৬ স্কোর পেয়ে হয়েছে ৭০তম এবং চীন ৩৫ দশমিক ০৬ স্কোর পেয়ে হয়েছে ৮৩তম। নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান যথাক্রমে ২৮ দশমিক ৫৭, ৪৪ দশমিক ১৬ ও ১৮ দশমিক ১৮ স্কোর পেয়ে ৯৮, ৬৯ ও ১১৬তম স্থান অর্জন করেছে।
(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুন ২০২১)