নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয় ভাবে শেখ রাসেল দিবস পালনে সকলের প্রতিআহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই দিন বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী জানানোর মাধ্যমে শুরু হবে দিবস উদযাপনের কাজ।
দিবস উদযাপন উপলক্ষে রবিবার আইসিটি অধিপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে দিবসের বিস্তারিত তুলে ধরে এই তথ্য দেন তিনি। উদ্বোধন করেন শেখ রাসেল ওয়েবসাইট ও অনলাইন ও অনলাইন কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর লেখা বই থেকে শেখ রাসেলের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে যেনো আর কোনো শিশুকে শেখ রাসেলের মতো জীবন দিতে না হয়, এই রকম কলঙ্কজনক অধ্যায় যেনো আর কেউ তৈরি করতে না পারে, তার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোরের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, শেখ রাসেলের সংগ্রামী জীবন এবং তার যেই মর্মান্তিক হত্যাকাণ্ড সেটি আমরা তুলে ধরতে চাই।
সবাইকে জাতীয়ভাবে শেখ রাসেল দিবস পালনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে পলক আরো বলেন, ‘শেখ রাসেল দ্বিপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।
রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মস্কো থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোঃ হুমায়ুন।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ অক্টোবর ২০২১)
 
								 
											 
											 Print
Print



