নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: মঙ্গলবার থেকে দেশজুড়ে বসছে ডিজিটাল কোরবানির পশুর হাট। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে এবং এটুআই-এর কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে এই ‘দেশব্যাপী ডিজিটাল হাট’ প্লাটফর্মটি। এর সঙ্গে যুক্ত থাকছে ডিজিটাল হাট.নেট, একশপ.গভ.বিডি এবং ফুডফরনেশন.গভ.বিডি প্লাটফর্ম।
সম্মিলিত ভাবে শুরু হতে যাওয় স্থানীয় পর্যায়ের এই হাটটি উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
ই-ক্যাব জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর সচিব রনক মাহমুদ এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন।
সূত্র মতে, শেষ খবর পর্যন্ত ডিজিটাল হাটে (ঢাকা) মোট ভিসিটর ছিলো ৪ লক্ষ ১১ হাজার। এই ডিজিটাল হাটে ৫ হাজার পশু শ্লটারিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ৯১টি আঞ্চলিক ডিজিটাল হাটে মোট ভিসিটর হয়েছে ১৯ লক্ষ ৫৬ হাজার। মোট ডিজিটাল হাট ওয়েব সাইট তৈরী করা হয়েছে সরকারি পর্যায়ে ১৬টি। মোট সোশ্যাল মিডিয়া হাট তৈরী হয়েছে ৯১ টি। চলমান রয়েছে আরো ২৩১ টি। মোট পশু অনলাইনে এসেছে আনুমানিক ১.৫ লক্ষ। মধ্যে গত ১০ জুলাই পর্যন্ত অনলাইনে মোট ক্রয় হয়েছে আনুমানিক ১৪ হাজারটি কোরবানির পশু।
(সাইবারবার্তা.কম/আইআই/১৩ জুলাই ২০২১)