শুক্রবার, মে ৯ ২০২৫ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভ্যালোরেন্ট গেম আসতে যাচ্ছে মোবাইলেও

সাইবারবার্তা ডেস্ক: দীর্ঘ কয়েক মাস নানা গুজবের পর, অবশেষে গুজবই সত্যি হতে যাচ্ছে। রিয়ট গেমস নিশ্চিত করেছে যে, ভ্যালোরেন্ট গেমের মোবাইল সংস্করণের কাজ চলছে। পিসিতে গেমটি উন্মুক্তের ঠিক এক বছর পর এই ঘোষণা আসলো। খবর এনগ্যাজেট।

 

তবে মোবাইল কবে নাগাদ গেমটি উন্মুক্ত করা হবে সেটি নিশ্চিত করেনি স্টুডিওটি। এমনকি ভ্যালোরেন্টের গানপ্লে কীভাবে টাচ স্ক্রিণ ডিভাইসে কাজ করবে সেটির সম্পর্কেও কোনো ইঙ্গিত দেয়নি রিয়ট। ফ্রাঞ্চাইজিটির প্রসার বাড়াতে কাজ করছে রিয়ট, আর সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ ভ্যালোরেন্ট মোবাইল বলে জানিয়েছে কোম্পানিটি।

 

বর্তমানে গেমটির প্রতিমাসে এক কোটি ৪০ লাখের অধিক সক্রিয় খেলোয়াড় রয়েছে বলেও জানিয়েছে রিয়ট। ফ্রি-টু-প্লে গেমের ক্ষেত্রে যদিও সংখ্যাটি খুব বেশি নয়। বিশেষ করে অ্যাপেক্স লিজেন্ড ও কল অব ডিউটির মতো গেমের সাথে তুলনায় করলে এটি অনেক পিছিয়ে আছে, উভয় গেম সম্প্রতি ১০ কোটি সক্রিয় খেলোয়াড়ের মাইলফলক অর্জন করেছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ