নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: আগামীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ভিডিও পাঠানোর আগে রেজুলিউশন নির্বাচন করে দিতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে ঠিক করে দেওয়া রেজুলিউশনেই আপলোড হবে ভিডিও।
নতুন এ ‘ভিডিও কোয়ালিটি’ ফিচারটি প্রথমে খুঁজে বের করেছে ডব্লিউএবেটাইনফো। এখনও এটি সক্রিয়ভাবে ব্যবহারকারীদের জন্য আসেনি বলেই জানিয়েছে সাইটটি। এ নিয়ে বর্তমানে কাজ চলছে।
ফিচারটি চলে এলে ব্যবহারকারীরা ব্যান্ডউইথ বাঁচানোর পাশাপাশি মাত্রাতিরিক্ত কমপ্রেসন এড়িয়ে ভিডিও পাঠানোর সুযোগ পাবেন। এ ছাড়াও ডেটা বাঁচানোর জন্য ‘ডেটা সেভার’ বলেও একটি মোড থাকবে। ওই মোডে ফাইল কমপ্রেসড হয়ে গেলে ডেটা খরচও কম হবে।
হোয়াটসঅ্যাপে আগে থেকেই কল করার সময় ডেটা বাঁচানোর জন্য অপশন রয়েছে। ফলে ভিডিওতেও একই অপশন আনার ব্যাপারটি আনকোড়া নতুন কিছু নয়।
নতুন ‘ভিউ ওয়ান্স’ অপশনের ব্যাপারেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত অ্যান্ড্রয়েড বেটা টেস্টারদের জন্য আসছে অপশনটি। এর মাধ্যমে একবার দেখার পর ছবি ও ভিডিও উধাও হয়ে যাবে। ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব শিগগিরই চলে আসবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তি মার্ক জাকারবার্গ।
(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুলাই ২০২১)