সাইবারবার্তা ডেস্ক: সারাদেশে অধস্তন আদালতসমূহে ২৯৭৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি নিযে ১৫৭৬ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। ভার্চুয়াল আদালতের ছয় কার্যদিবসে ২০ হাজার ৯৫৩টি মামলায় শুনানির মাধ্যমে ১২ হাজার ২৫৮ জনকে জামিন দেওয়া হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতিব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। বুধবার সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২৯৭৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ১৫৭৬ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।’
এর আগে ভার্চুয়াল আদালতের প্রথম দিনে সারাদেশে অধস্তন আদালতসমূহে ১৬০৪ জন, দ্বিতীয় দিনে ৩২৪০ জন, তৃতীয় দিনে ২৩৬০ জন, চতুর্থ দিনে ১৮৪২ জন এবং পঞ্চম দিনে ১৬৩৫ জন আসামিকে জামিন দেওয়া হয়।
সৌজন্যেঃ ডিজিবাংলা
(সাইবারবার্তা.কম/আরআই/আইআই ২১ এপ্রিল,২০২১)