শুক্রবার, মার্চ ১৪ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ভারতে দুদিনের জন্য বন্ধ হতে পারে ফেসবুক-টুইটার

সাইবারবার্তা ডেস্ক: ডিজিটাল কনটেন্টকে নিয়মের জালে বেঁধে ফেলার জন্য ভারতের কেন্দ্র যে নতুন নিয়ম-কানুন জারি করেছিল, তা আগামী ২৬ মে-তে কার্যকর হতে চলেছে।  দেশটির সরকারি সূত্রের দাবি, ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানিই সেই নিয়ম মেনে পদক্ষেপ নেয়নি। যার জেরে কেন্দ্রের রোষে পড়তে পারে তিন সংস্থা। কেন্দ্র জানিয়েছিল, নতুন নিয়ম মেনে চলা হচ্ছে কি না, এর জন্য একজনকে নিয়োগ করতে হবে সব কোম্পানিকে। সাইটে কোনও আপত্তিকর কনটেন্ট রয়েছে কি না, তা দেখার এবং প্রয়োজনে সরানোর দায়িত্বেই তিনি থাকবেন। এই নিয়ম সব কটি সংস্থাকেই মেনে চলার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

 

 

গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, কেন্দ্রের জারি করা নতুন নিয়ম যাতে মানা হয়, এর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্তৃপক্ষকে তিন মাস সময় দেওয়া হচ্ছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য। যদি ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো বড় সংস্থা সেই নিয়ম না মানে, সে ক্ষেত্রে কেন্দ্রের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেটাই দেখার বিষয়।  বিশেষজ্ঞদের দাবি, শাস্তি হিসেবে দুই দিনের জন্য ফেসবুক ও টু‌ইটারকে ব্লক করতে পারে কেন্দ্র।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৫ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ