বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ব্লু বেইজ ভেরিফিকেশনের আবেদন নেয়া শুরু টূইটারের

সাইবারবার্তা ডেস্ক: পুনরায় পাবলিক ভেরিফিকেশন আবেদন নেয়া শুরু করেছে টুইটার। দ্য ভার্জের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, আরও অধিক মানুষ যাতে ব্ল ব্যাজ পেতে পারে সেজন্য পুনরায় ভেরিফিকেশন আবেদন গ্রহণ করছে সামাজিক নেটওয়ার্কটি।

 

বছরখানেক ধরে বন্ধ রাখার পর গত মে মাসে পাবলিক ভেরিফিকেশন চালু করেছিলো টুইটার। তবে এক সপ্তাহ যেতে না যেতেই সেটি আবার বন্ধ করে দেয়া হয়।এবার ঠিক কতো সময়ের জন্য আবেদন গ্রহণ চালু থাকবে সেটি এখনও পরিস্কার নয়। তাই যদি কেউ নামের পাশে ব্ল চেকমার্ক পেতে চান তাহলে যতো তাড়াতাড়ি সম্ভব আবেদন করা উচিত হবে।

 

যে কেউ আবেদন করতে পারলেও টুইটার মূলত সেলিব্রেটি বা প্রভাবক্ষম ব্যক্তিদের দিকে বিশেষ নজর দিচ্ছে, যারা দুষ্কৃতকারীদের শিকার হতে পারেন। সরকারি কর্মকর্তা, কোম্পানি, মিডিয়া, বিনোদন ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, অ্যাক্টিভিস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই তালিকায় রয়েছেন। যেহেতু আবেদন গ্রহণ হচ্ছে তাই আগামীতে আরও অনেক ভেরিফায়েড বা ব্ল চেকমার্ক অ্যাকাউন্টের দেখা মিলবে টুইটারে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ