নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বিশ্বের অনলাইনভিত্তিক শ্রমবাজারের ১৬ শতাংশ এখন বাংলাদেশের দখলে, বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইনভিত্তিক শ্রম সরবরাহকারী দেশ। বর্তমানে বাংলাদেশে ২ হাজার ওয়েব-ভিত্তিক উদ্যোক্তা এবং প্রায় পঞ্চাশ হাজার ফেসবুকনির্ভর উদ্যোক্তা রয়েছেন।
সোমবার সিপিডি এবং জার্মানির সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান ফ্রিডরিচ-এবার্ট-স্টিফটুংয়ের বাংলাদেশ অফিসের যৌথ আয়োজনে ‘ডিজিটাল প্ল্যাটফর্ম : ইকোনমি ইন বাংলাদেশ’ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভায় এক প্রতিবেদন তুলে ধরে এসব তথ্য জানান সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহকারী সৈয়দ ইউসুফ সাদাত।
আগামী এক বছরের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে নতুন করে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সৈয়দ ইউসুফ সাদাত বলেন, একটা দেশের ইকোনমি যতটা ডিজিটাল হতে থাকে সে দেশের অর্থনীতিও ততটা বৃদ্ধি পেতে থাকে।
করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশে ই-কমার্স খাতে এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। দেশে এখন ক্রিয়েটিভ ও মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছেন ১৯ হাজার ৫৫২ জন। যারা করোনাকালে চাকরি হারিয়েছে তারা এখন অনেকেই ডিজিটাল উদ্যোক্তা বললেন সিপিডির জ্যেষ্ঠ এ গবেষক।
করোনায় যে ক্ষতি হয়েছে তা পূরন করতে হলে ডিজিটাল ইকোনমির বিকল্প নেই বললেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বক্তব্যে বেসিসের সিনিয়র সহসভাপতি ফারহানা এ. রহমান বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সারের দেশ। এই বিপুলসংখ্যক ফ্রিল্যান্সার বিদেশ থেকে পেপালের মাধ্যমে অর্থ নেন। কিন্তু আমাদের দেশ এখনো পেপাল থেকে অর্থ নেওয়ার অবকাঠামো উন্নয়ন করতে পারেনি। তাই ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে টাকা আনতে সমস্যা হচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন মো. ইলিয়াস, সেবা এক্সওয়াইজেডের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেশনস অফিসার ইলমুল হক সজীব, গারবেজম্যান-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন শুভ, আইফার্মার-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ এবং ডক্টোরোলা লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পালস হেলথকেয়ার সার্ভিসের প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ইমন।
(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুলাই ২০২১)