বুধবার, সেপ্টেম্বর ১১ ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - শরৎকাল | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিদেশ যেতে আমি প্রবাসী অ্যাপে পিডিও সার্টিফিকেট পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ ও ডিজিটালাইজ করার লক্ষ্যে ২০২১ সালের ৮ মে চালু করা হয় ‘আমি প্রবাসী (Ami Probashi)’ অ্যাপ। অ্যাপটি স্বয়ংক্রিয় চ্যানেলের মাধ্যমে অনলাইনে পাসপোর্ট যাচাই প্রক্রিয়াটি খুব সহজ করে দিয়েছে। এছাড়াও বিএমইটি নিবন্ধন, পাসপোর্টের বৈধতা, অগ্রাধিকার ভিত্তিতে কোভিডের টিকার নিবন্ধন সহ আরো অনেক ফিচার এই অ্যাপে রয়েছে। পাশাপাশি বিদেশে চাকরির সুযোগ খোঁজার জটিলতা ও খরচও কমিয়ে এনেছে ডিজিটাল প্ল্যাটফর্মটি।

 

প্রবাসী কর্মীদের বাধ্যতামূলক প্রক্রিয়াসমূহ স্বাচ্ছন্দে পরিচালিত করার জন্য ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে এই পরিক্রমায় এখন যুক্ত হয়েছে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের বুকিং, যা সহজ কিছু ধাপ অনুসরণ করেই আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে।

এ জন্য আমি প্রবাসী অ্যাপে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে।

এসময় গন্তব্য দেশ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), তারিখ ও সময় সিলেক্ট করতে হবে

এপর্যায়ে তিনি পেমেন্টের পর আপনি QR Code সংবলিত এনরোলমেন্ট কার্ড পাবেন

এই এনরোলমেন্ট কার্ডে ছবি সংযুক্ত করতে হবে

এরপর পিডিও ক্লাসে উপস্থিতি দিতে কার্ডটি স্ক্যান করুন

অতঃপর ট্রেনিং শেষে QR Code সংবলিত সার্টিফিকেট ডাউনলোড করুন

বিদেশ যেতে এই সার্টিফিকেটটি আবশ্যই থাকতে হবে।

প্রবাসী অ্যাপঃ https://cutt.ly/MToskR3

(সাইবারবার্তা.কম/আইআই/৫ সেপ্টেম্বর ২০২২)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ