নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: বিটকয়েন (ভার্চুয়াল মুদ্রা) প্রতারণায় জড়িত থাকার অভিযোগে যশোরের চৌগাছা থেকে এক ব্যক্তিকে আটক করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তির নাম শাকিনুর রহমান রানা (২৭)। তিনি চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত রবিবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সোমবার (২৮ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যার যশোর ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকচক্র বিভিন্নভাবে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যশোর জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর এলাকায় শাকিনুর রহমান রানা বিটকয়েনের নামে মানুষের সাথে জালিয়াতি করছে।
এ সংবাদে র্যাবের একটি দল কাবিলপুর গ্রামে অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন, মালয়েশিয়ান ১০ রিঙ্গিত, পাকিস্তানি ২০০ রুটি, ২ পাতা চেক উদ্ধার ও তাকে আটক করে। তিনি অনলাইন জুয়ার সাথেও জড়িত। তাকে চৌগাছা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
(সাইবারবার্তা.কম/আইআই/২৯ জুন ২০২১)