বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

বিটকয়েনের জন্য হার্ডওয়্যার ওয়ালেট বানাচ্ছে স্কয়ার

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: বিটকয়েনের জন্য হার্ডওয়্যার ওয়ালেট আনতে যাচ্ছে স্কয়ার। বৃহস্পতিবার কোম্পানিটির হার্ডওয়্যার প্রধান জেসি ডোরোগাস্কার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য ভার্জ।

 

গতমাসে স্কয়ার ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি হার্ডওয়্যার ওয়ালেট আনার ঘোষণা বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছিলেন। এবার স্কয়ার সেই বিবেচনাকে চূড়ান্ত হিসেবে রূপ নিতে একধাপ এগিয়ে গেলো।

 

ডোরোগাস্কার বলেন, আমরা একটি হার্ডওয়্যার ওয়ালেট ও সেবা তৈরির সিদ্ধান্ত নিয়েছে যা বিটকয়েনকে আরও মেইনস্ট্রিমে নিয়ে আসবে। আমরা এ বিষয়ে উন্মুক্তভাবে প্রশ্ন জানা ও উত্তর দেয়া অব্যহত রাখবো। কমিউনিটির মাধ্যমে আমরা যে সাড়া পেয়েছি তা খুবই উৎসাহজনক।

 

বিটকয়েনের প্রতি ভালোবাসাকে গোপন করার চেষ্টা করেন না ডরসি। তিনি তার টুইটার বায়োতে শুধুমাত্র বিটকয়েন হ্যাশট্যাগ দিয়ে রেখেছেন। সম্প্রতি তাকে বিটকয়েন ঘড়ি পরতেও দেখা গেছে। এমনকি স্কয়ার এবং টুইটারে কাজ না করলেও তিনি বিটকয়েন নিয়ে কাজ করতে চান। হার্ডওয়্যার ওয়ালেটটি স্কয়ারের প্রথম ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক পণ্য নয়। স্কয়ারের ক্যাশ অ্যাপ দিয়ে বিটকয়েন কেনাবেচা করা যায়।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১১ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ