সাইবারবার্তা ডেস্ক: একসময়ে শীর্ষে থাকা অনেক অনলাইন প্লাটফর্মের মতোই হারিয়ে গেলো ডোনাল্ড ট্রাম্পের ব্লগ। সিএনবিসির বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প শীর্ষক ব্লগটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
ট্রাম্পের সিনিয়র সহকারি জেসন মিলার নিশ্চিত করেছেন যে, ব্লগটি পুনরায় চালুর কোনো পরিকল্পনা নেই। তবে বড় কিছু করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সেই কাজটি চলমান রয়েছে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে ফেসবুক থেকে ব্যান করার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ব্লগটি চালু সিদ্ধান্ত নেয়া হয়। একটি ব্লগ চালু রাখা বেশ কঠিনই বটে, প্রাথমিকভাবে ট্রাম্প সম্ভবত পাঠকদের প্রতি দায়িত্ববোধের বিষয়টি তখন বুঝে উঠতে পারেননি।
৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকে কেন্দ্র করে ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হওয়ার পর, ট্রাম্প ও তার টিম নতুন যোগাযোগ প্লাটফর্ম নিয়ে ইন্টারনেটে ফিরে আসার দাবি করেন। তবে চালু হওয়া ব্লগটি সাড়া ফেলতে না পারায় ট্রাম্পের টিম নতুন কিছু করার কাজে মনোনিবেশ করে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)