বৃহস্পতিবার, নভেম্বর ২১ ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - হেমন্তকাল | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বন্ধ হচ্ছে ডাবস্ম্যাশ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: রেডিট তাদের টিকটকের মতো ছোট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ডাবস্ম্যাশ’-কে বন্ধ করতে যাচ্ছে। নিজেদের ভিডিও তৈরির টুলসকে জনপ্রিয় করতে মাত্র এক বছর আগে কেনা অ্যাপটিকে বন্ধ করতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কটি। খবর রয়টার্স।

 

আগামী বছরের ফেব্রুয়ারির পর থেকে স্বতন্ত্র ডাবস্ম্যাশ অ্যাপ ডাউনলোডের সুযোগ থাকবে না। রেডিট জানিয়েছে, নিজেদের ভিডিও টুলসের অংশ হিসেবে নতুন ক্যামেরা এবং সম্পাদনা ফিচার চালু করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে।

টিকটকের অসামান্য সাফল্য অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের প্ল্যাটফর্মে একই ধরণের সেবা চালুর বিষয়ে উৎসাহিত করেছে। স্ন্যাপের স্পটলাইট, মেটার ইনস্টাগ্রাম রিলস এবং গুগলের ইউটিউব শর্টস এর মধ্যে উল্লেখযোগ্য।

 

যারা ডাবস্ম্যাশ অ্যাপ ব্যবহার করতেন তাদের কাছে রেডিটের অভিজ্ঞতা একই করতে কাজ করছে ডাবস্ম্যাশ টিম। ডাবস্ম্যাশ কেনার পর থেকে রেডিট দেখার গড় সময় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দৈনিক সক্রিয় ভিডিও দর্শকের সংখ্যাও তিনগুন হয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৪ নভেম্বর  ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ