মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বগুড়ায় কোরবানীর পশু কেনা-বেচায় অ্যাপস তৈরির সিদ্ধান্ত প্রাণিসম্পদ বিভাগের

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ঈদুল আযহায় কোরবানীর পশু কেনা-বেচায় দু’টি ফেসবুক পেজে এবং একটি অনলাইন অ্যাপস তৈরির সিদ্ধান্ত নিয়েছে বগুড়া জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ।

 

করোনাকালে কোরবানির পশু কিনতে হাটে যাওয়াকে নিরুৎসাহিত করতে দ্রুতই ফেসবুক ভিত্তিক পেজ করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়ায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম।

 

তিনি জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুক অনলাইন পশুরহাট বগুড়া ও প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বগুড়া পশুর হাট ফেসবুক পেইজ থাকবে। ক্রেতারা তাদের পছন্দের পশু এই পেইজে গিয়ে কেনা কাটা করতে পারবেন। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে একটি পশুর হাটের অ্যাপস থাকবে। কোভিড কমিটির সভায় সিদ্ধান্ত এই হয়েছে।

 

বগুড়ার প্রাণী সম্পদ বিভাগ জানিয়ছে, জেলাটিতে এ বছর বগুড়ার পশুর খামারীদের কাছে কোরবানী যোগ্য পশু প্রস্তুত আছে ৩ লাখ ৭০ হাজার (গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা)। গতবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার পশু কম হয়েছিল।

 

ফলে গতবছরের তুলনায় এবার বগুড়ায় হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বগুড়ায় হাটের সংখ্যা ছিল ৭২ টি । এবার সেই সংখ্যা বাড়িয়ে ৮৬ টি হাট করার পরিকল্পনা আছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১২ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ