মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দেওয়ায় মো: ফয়সাল আহম্মেদ মীনা  নামে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।সে  গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের  জাঙ্গাল বাজার এলাকায়র  আলমগীর মিনার ছেলে  ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার স্ট্যাটার্স দেয়ার ঘটনায় বুধবার গোপালগঞ্জ থানায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৪২, তাং ২৩/০৬/২০২১)। মামলার বাদী হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ও লতিফপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মাসুদ রানা।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ জুন বিকাল ৩টায় ফয়সাল আহম্মেদ তার নিজের ফেসবুক আইডি এর মাধ্যমে পোস্ট করে যে, ‘অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এতদিন দেখা করতে চেয়েছি। যাতে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। শেখ হাসিনার সাথে দেখা করতে না পারলে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারবো না। আমার কোন ক্ষমতা নাই। এজন্য বার বার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলাম যাতে যে কোন একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে শেখ হাসিনাকে গুলি করে মেরে ফেলবো। কিন্তু বার বার চেষ্টা করেও পারলাম না। যে দেখা করার সুযোগ পাবো সেদিন মেরে ফেলবো। ইনশাল্লাহ। ’

 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার  (অপরাধ) নিহাদ  আদনান তাইয়ান  জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল আহম্মেদ মীনা।   ফেসবুকে এ ঘটনার সত্যাতা পেয়েছে পুলিশ। তার মোবাইল জব্দ করা হয়েছে।  গ্রেপ্তার করে দুপুরে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৪ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ