নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: যেই ধারনা করা হয়েছিলো, সেটিই হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইউটিউবের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শুধু কোম্পানিই নয়, ঐসব কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদেরও নামে মামলা করবেন তিনি। বুধবার তিনি তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর এনগ্যাজেট।
নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে এই আইনী লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প। তিনি মনে করছেন, এই মামলা তার ব্যান তুলে নিতে কোম্পানিগুলোকে বাধ্য করবে এবং বাকস্বাধীনতার পথ উন্মুক্ত করবে। শিগগিরই সাউদার্ন ডিস্ট্রিক অব ফ্লোরিডাতে তিনি উল্লেখিত কোম্পানি ও তার প্রধান নির্বাহীদের নামে মামলা করবেন।
ট্রাম্প অভিযোগ করেন, প্রযুক্তি জায়ান্টগুলো ফাস্ট অ্যামেন্ডমেন্ট রাইটস ভঙ্গ করেছে। তিনি ফেসবুককে ‘স্টেট অ্যাক্টর’ হিসেবেও অভিযুক্ত করেছেন। মামলার পাশাপাশি কোম্পানিগুলোর কাছে ক্ষতিপূরণ দাবি করার পরিকল্পনাও করেছেন ট্রাম্প।প্রাথমিকভাবে ফেসবুক, টুইটার কিংবা ইউটিউবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুলাই ২০২১)