সোমবার, সেপ্টেম্বর ১৫ ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেসবুক গ্রুপে চালু হল গ্রুপ এক্সপার্ট ফিচার

 

তবে এখানে একটি বিষয় মাথায় রাখা উচিত। গ্রুপ এক্সপার্ট মানেই যে তিনি সে বিষয়ে বিশেষজ্ঞ এবং তিনি বিশেষজ্ঞ মতামত দেবেন, তা না-ও হতে পারে। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের রিপোর্ট করার অপশন থাকতে পারে।

 

যেমন যেসব গ্রুপে করোনার টিকার বিপক্ষে প্রচারণা চালানো হয়, তার অ্যাডমিন নিশ্চয়ই কোনো চিকিৎসককে ‘এক্সপার্ট’ হিসেবে নির্বাচন করবেন না। অর্থাৎ গ্রুপ এক্সপার্ট আদতে সে বিষয়ে বিশেষজ্ঞ না-ও হতে পারেন।

 

এখন প্রশ্ন হলো, গ্রুপ এক্সপার্ট যে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছেন, তা নিশ্চিতে কোনো ব্যবস্থা ফেসবুক নিচ্ছে কি না। সে সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র দ্য ভার্জকে সরাসরি উত্তর না দিয়ে মিথ্যা তথ্য কমাতে প্ল্যাটফর্মটির নেওয়া উদ্যোগের তালিকা দিয়েছেন। পাশাপাশি গ্রুপের সদস্যদের রিপোর্ট করা কনটেন্ট সরাসরি অ্যাডমিনের কাছে যাবে বলেও জানিয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৪ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন