বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফেসবুকে তরুণীর অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার যুবক

সাইবারবার্তা ডেস্ক: চুয়াডাঙ্গায় ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে এক তরুণীর অশ্লীল ছবি পোস্ট করায় আল আমিন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত ১০টায় আলমডাঙ্গার মাজু গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন একই গ্রামের তোয়াজ আলী বিশ্বাসের ছেলে। এরআগে একইদিন রাত ৯টায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

 

 

এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের এক তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী মাজু গ্রামের তোয়াজ আলী বিশ্বাসের ছেলে আল আমিনের সুসম্পর্ক গড়ে ওঠে। এসময় আল আমিন ভুক্তভোগীর কিছু ছবি তুলে রাখেন। প্রায় ছয় মাস আগে তরুণীর বিয়ে হয়ে যায়।বিয়ের কয়েক মাস পর তরুণীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেন আল আমিন। তরুণীর ছবি সম্পাদনা করে সেটিকে নগ্ন হিসেবে তৈরি করেন তিনি। পরে গত ২০ মার্চ সেই ভুয়া আইডিতে সম্পাদনা করা নগ্ন ছবি পোস্ট করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, শুক্রবার রাতে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করা হয়। শনিবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৩ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ