নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ফেসবুকের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট নিয়ে দায়ের করা পৃথক দুটি মামলা খারিজ করে দিয়েছে মার্কিন ফেডারেল আদালত।
এর মধ্যে একটি মামলার রায়ে ফেডারেল ট্রেড কমিশনের আনা (এফটিসি) অ্যান্টিট্রাস্ট অভিযোগটিকে “খুবই ধোঁয়াশা” বলে উল্লেখ করেছেন বিচারক জেমস বোজবার্গ।
মার্কিন অঙ্গরাজ্যগুলির একটি জোটের দায়ের করা অপর এক পৃথক অ্যান্টিট্রাস্ট মামলাটি “অনেক আগের” ঘটনা বলে খারিজ করে দিয়েছে একই আদালত।
আদালতের এই রায়ের পরপরই ফেসবুকের শেয়ার মূল্য শতকরা ৪.২ ভাগ বেড়ে ৩৫৫.৬৪ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে সামাজিক মাধ্যম জায়ান্টটির বাজার মূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক পেরোলো।
(সাইবারবার্তা.কম/আইআই/৩০ জুন ২০২১)