মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

ফেসবুকে বন্ধুত্বের পর ব্যবসার নামে অপহরণ, টাঙ্গাইলে উদ্ধার

সাইবারবার্তা ডেস্ক: ‘ফেসবুক বন্ধু’ কর্তৃক নারায়ণগঞ্জ থেকে অপহরণের ১৬ ঘণ্টা পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে মো. আবিরকে(২৫) উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার দেউপাড়া বাজার থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মো. এরশাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের হিরাজিল সিরাজ টাওয়ারের দ্বিতীয় তলা থেকে মো. আবিরকে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে আবিরকে নির্যাতনও করা হয়।

 

পরে আবিরের পরিবার র‌্যাব-১২ কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ জানায়। অভিযোগ থেকে জানা যায়, আবিরের সঙ্গে এক বছর ধরে ফেসবুকে সুজন(২৫) নামে এক যুবকের বন্ধুত্ব আছে। সেই সূত্র ধরে কাপড়ের ব্যবসা করার কথা বলে আবিরকে অপহরণ করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবিরের অবস্থান শনাক্ত করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সৌজন্যে: ঢাকাটাইমস

 

(সাইবারবার্তা.কম/এমএ/৭মে২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ