বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ফের নিজস্ব যোগাযোগ, সোশ্যাল ও এ্যডুটেইনমেন্ট প্লার্টফর্ম তৈরির আহ্বান জানালেন পলক

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: দেশের প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও পেশাদারদের জন্য গ্র্যান্ট প্রতিযোগিতায় চালু করলো ডেটাবার্ড। উন্মোচিত হলো ডেটাবারর্ড লঞ্চপ্যাড প্লাটফর্ম। স্ক্যাই ক্যাচারের বিনিয়োগ পেয়ে নতুন জার্নি শুরু করলো বাংলাশি ইন্টারনেট জায়ান্ট।সোমবার এই প্লাটফর্মের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

এসময় রিদমিকের মতো স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় আইটি প্রতিষ্ঠান এবং দেশের দামাল উদ্ভাবকেরাই নিজেদের সমস্যা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের মেধার স্ফূরণ ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, আমি ডাটাবার্ডকে সময়োপযোগী এমন উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানাই। আমি সকল উদ্যোক্তা, উদ্ভাবক, ডেভেলপার ও প্রকৌশলীকে এই ডেটাবার্ড লঞ্চপ্যাড প্লাটফর্মে নিজেদের সৌর্য্য প্রদর্শন করবে। আর তরুণ প্রজন্মকে আরো সুন্দর ভবিষ্যত গড়তে আইসিটি বিভাগ এ ধরনের শুভ উদ্যোগে সবসময় পাশে থাকবে।

 

আইসিটি বিভাগের প্রোগ্রামারদের তৈরি সুরক্ষা ও বৈঠক অ্যাপের উদ্ধৃত করে উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করে প্রতিযোগীদের কাছে নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে তরুণদের প্রতি আবারো উদাত্ত আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আমাদের প্রায় ১১ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের চাহিদা মেটামে আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, এ্যডুটেইনমেন্ট ভিডিও প্লাটফর্ম দরকার। এছাড়াও নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

 

স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টায় নতুন নতুন উদ্ভাবনাকে মূল ভিত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেছেন, গত চার বছরে ফিনটেক লজিস্টিক এবং ডিজিটাল ই-কমার্স স্টার্টআপে আমরা ৩০০ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছি।শেয়ার ট্রিপ কো-ফাউন্ডার সাদিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রিদমিক কি-বোর্ড দিয়ে সাড়া ফেলে এ বছরেই মেসেঞ্জার, পেমেন্ট গেটওয়ে ও ডিজিটাল অ্যাড প্লাটফর্ম নিয়ে আসার ঘোষণা দেন ডেটাবার্ড প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাসেফ রহমান।

 

এরপর বক্তব্য রাখেন ডেটাবার্ড নির্বাহী পরিচালক তানভির আলী। ডেটাবার্ড বিশেষ করে বাংলাদেশে স্কাইক্যাচারের বিনিয়োগের যৌক্তিকতার পরিসংখ্যান তুলে ধরেন ডেটাবার্ড বোর্ড মেম্বার সিয়া কামালি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ডেইলি স্টারের তাজনিন হাসান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, এলআইসিটি অ্যাডভাইজার সামি আহমেদ এবং আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১৩ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ