নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: এখন থেকে ফটো বা ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে থাকছে না ইনস্টাগ্রাম। ভিডিও, কেনাকাটাসহ মোট চারটি বিষয়ে নজর দিচ্ছে অ্যাপটি। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডামে মোসেরি সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। খবর জিএসএম এরিনা।
সম্প্রতি টুইটারে মোসেরি চলতি বছরের দ্বিতীয়ার্ধে কোম্পানির পরিকল্পনা তুলে ধরেন। এক ভিডিওতে তিনি আগামী কয়েক মাসের মধ্যে যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে সেটি জানান। একইসাথে কোম্পানির পরবর্তী লক্ষ্যগুলো উল্লেখ করেন।
মোসেরির ভিডিও থেকে সবচেয়ে বড় যে বার্তা পাওয়া গেছে সেটি হলো ইনস্টাগ্রাম ফটো শেয়ারিং অ্যাপ হিসেবে থাকছে না। বরং ক্রিয়েটর, ভিডিও, শপিং এবং মেসেজিং এই চারটি বিষয়ে নজর দিচ্ছে কোম্পানিটি। ইউটিউব এবং টিকটকের মতো নিজেদেরকে বিনোদনমূলক সেবা হিসেবে দেখতে চায় ইনস্টাগ্রাম।
(সাইবারবার্তা.কম/আইআই/৪ জুলাই ২০২১)