নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: ডেভেলপারদের জন্য বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিলো গুগল। আর এই পরিবর্তন অ্যান্ড্রয়েড অ্যাপ ইকোসিস্টেমে বেশ প্রভাব ফেলবে। বর্তমানে অ্যাপ প্রকাশের ক্ষেত্রে স্টান্ডার্ড ফরম্যাট হলো এপিকে। তবে আগস্ট থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল ব্যবহার করে নতুন অ্যাপ প্রকাশ করতে হবে। খবর দ্য ভার্জ।
এক পোস্টে গুগল জানিয়েছে, নতুন ফরম্যাটে অনেক সম্ভাবনাময় উন্নয়ন রয়েছে। উদাহরণ হিসেবে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলে ব্যবহারকারীদের জন্য ছোট্ট অ্যাপ ডাউনলোডের সুবিধা থাকছে। তবে শুধুমাত্র গুগল প্লেতে ব্যবহারের কারণে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলের অসুবিধাও রয়েছে। কারণ এর মাধ্যমে অ্যাপ ডিস্ট্রিবিউশন বেশ কঠিন হতে পারে।
মাইক্রোসফট যখন তাদের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ সমর্থন করার ঘোষণা দিলো তার পরপরই গুগল এই সিদ্ধান্ত নিলো। গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলের সুইচ করার পর খুব কম অ্যাপই মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে চলবে, যদিও অ্যামাজন অ্যাপ স্টোর খেবে অ্যান্ড্রয়েড অ্যাড ডাউনলোড করা যাবে।
(সাইবারবার্তা.কম/আইআই/১ জুলাই ২০২১)