বুধবার, আগস্ট ২৭ ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্লে ও অ্যাপল স্টোরে ফেসবুকের রেটিং কেন কমল?

সাইবারবার্তা ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানোর কয়েক দিনের মধ্যে গুগল প্লে ও অ্যাপ স্টোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের রেটিং উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফেসবুকের গুগল প্লে স্টোর রেটিং ৪.৫ থেকে ২.৪-এ নেমে এসেছে।একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ তুলেছে নেটিজেনরা। ফিলিস্তিন ইস্যুতে এটাকে ফেসবুকের ‘পক্ষপাতদুষ্ট নীতি’ বলে ফেসবুক বয়কটের আহ্বান জানিয়েছেন অনেকে।অনেকে অভিযোগ করেছেন, ফিলিস্তিন সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট ফেসবুক কর্তৃপক্ষ মুছে দিয়েছে। গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোস্ট দেয়ায় অনেকগুলো অ্যাকাউন্ট স্থগিত এবং কয়েকটি অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

 

গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পারফরম্যান্স-পরিষেবার ভিত্তিতে স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলোকে রেট দেয় ব্যবহারকারীরা। বর্তমানে স্মার্টফোনের জন্য গুগল প্লে স্টোরে ফেসবুক অ্যাপের রেটিং ২.৪। আর অ্যাপলের অ্যাপ স্টোরে এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের রেটিং ২.৩-এ নেমে এসেছে। কয়েক দিন আগেও এর রেটিং ছিল ৪.৫।ফিলিস্তিনের ঘটনাগুলোকে সেন্সর করার লক্ষ্যে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামে একটি পেজে ভুয়া লাইক দেয়ার ব্যবস্থা করার অভিযোগে ফেসবুক নিয়ে সমালোচনা ওঠে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি দৃশ্যত ওই পেজে লাইক দেয়া দেখিয়েছে। কিন্তু যারা লাইক দিয়েছেন তাদের আসলে কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ করেছেন অনেকে।

 

 

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এর আগে আগে বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির সম্মতির সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা মিসরের দেয়া সমঝোতা প্রস্তাব গ্রহণ করেছে। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।গত ১০ মে থেকে ফিলিস্তিনে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় হামাসও। ইসরায়েলি হামলায় ৬৫ শিশুসহ অন্তত ২৩২ জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন দুই শিশুসহ মোট ১২ জন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২২ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন