মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে ভুয়া আইডি খুলে ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক,সাইবারবার্তা: সম্পর্ক ভেঙে নতুন করে অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যুবক। বিষয়টি মেনে নিতে পারেননি তার প্রাক্তন প্রেমিকা। তাই প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙার ফন্দি আঁটেন তিনি। তবে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কারাগারে যেতে হয়েছে তাকে।

 

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাক্তন প্রেমিকের সামাজিকমাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল ওই তরুণীর কাছে। সেটি ব্যবহার করে যুবকের নতুন প্রেমিকার সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি পান প্রাক্তন প্রেমিকা।

 

ছবিগুলো দিয়ে ইনস্টাগ্রামে যুবকের নতুন প্রেমিকার একটি ভুয়া অ্যাকউন্ট খুলেন। ওই অ্যাকাউন্ট থেকে প্রতিদিনই যুবকের নতুন প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করতে থাকেন তরুণী। বিষয়টি নজরে আসার পর টনক নড়ে যুবকের নতুন প্রেমিকার। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

 

এরপর আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে ওই তরুণী জানিয়েছেন, তার সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে তিনি এ কাজ করেছেন।

 

(সাইবারবার্তা.কম/আইআই/২৮ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ