নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ‘এক্সক্লুসিভ স্টোরিজ’ নামে নতুন ফিচার নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম। গোটা ফিচারটিই হবে অর্থমূল্যের বিনিময়ে গ্রাহক সেবা। জুনের ২১ তারিখ থেকে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম।
এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত আর কিছু জানায়নি ছবি শেয়ারিং সেবাটি। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, আলেসান্ড্রু পালুজ্জি নামের এক সফটওয়্যার ডেভেলপারের স্ক্রিনশটের বরাতে ফিচারটি সামনে এসেছে।
টুইটারে স্ক্রিনশটটি শেয়ার করেন ওই সফটওয়্যার ডেভেলপার। স্ক্রিনশট দেখে ধারণা করা হচ্ছে, ‘এক্সক্লুসিভ স্টোরিজ’ নামের ওই ফিচারটি অনেকটা টুইটারের অর্থমূল্যের ‘সুপার ফলো’ সাবস্ক্রিপশন সেবার মতোই হবে। সাধারণ ব্যবহারকারীরা এ ধরনের স্টোরিজ দেখতে পাবেন না, তাদেরকে জানানো হবে এগুলো শুধু অর্থমূল্যদাতা সদস্যদের জন্য।
অন্যদিকে, সদস্যরা যাতে স্ক্রিনশট নিয়ে এ ধরনের স্টোরিজের ছবি ছড়িয়ে না দিতে পারেন, সে ব্যবস্থাও করবে ইনস্টাগ্রাম। এ ছাড়াও নির্মাতাদেরকে এক্সক্লুসিভ স্টোরিজ হাইলাইটে রাখতে বলবে সেবাটি। এতে করে নতুন সেবাগ্রহীতারাও দেখার মতো স্টোরিজ পাবেন।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুলাই ২০২১)